আধুনিক হাসির গল্প বেনারসি শাড়ি | দমফাটা হাসির গল্প


আধুনিক হাসির গল্প


সারা দিন অফিস শেষে ঘরে ঢুকলেন মফিজ সাহেব। স্ত্রী ফুলবানু সেজেগুজে তার জন্যই বসে ছিলেন। বললেন, এসে গেছ? দারুণ। দেরি না করে চল এবার বেরিয়ে পড়ি।

মফিজ সাহেব অবাক, বেরিয়ে পড়ব মানে! কোথায় যাবে?

ফুলবানু গাল বাঁকা করে বললেন, সেকি! এরই মধ্যে ভুলে গেলে! আমাদের না শাড়ি কেনার জন্য মার্কেটে যাওয়ার কথা?

সারা দিন অফিস করেছি। এখন আর শরীরে কুলাচ্ছে না। কাল যাই প্লিজ।


পরশু আমার বান্ধবী ময়নার জন্মদিন। আজ না কিনলে ওকে গিফট দেব কীভাবে? কাল তো মার্কেট বন্ধ।

দাঁড়াও, আমার পরিচিত একটা অনলাইন শাড়ির দোকান আছে। ওখানে ফোন দিয়ে তোমার শাড়ি এনে দিচ্ছি। তাহলে আর মার্কেটে যেতে হবে না। সময়মতো শাড়িও চলে আসবে।

ও কে। তাহলে ফোন দাও।

মফিজ সাহেব ফোন বের করে অনলাইন শাড়ির দোকান ফোর টুয়েন্টি শাড়িঘর-এ ফোন করে ফোনটা স্ত্রীর হাতে দিয়ে দিলেন।

ফোর টুয়েন্টি শাড়িঘরে আপনাকে স্বাগত। বাংলার জন্য এক চাপুন, ফর ইংলিশ প্রেস টু।

ফুলবানু ইংরেজি একটু কম বোঝেন। তাই বাধ্য হয়ে ১ চাপলেন। 


ধন্যবাদ। সুতি শাড়ির জন্য ১ চাপুন, জর্জেট শাড়ির জন্য ২ চাপুন, বেনারসি শাড়ির জন্য ৩ চাপুন, রেশমি শাড়ির জন্য ৪ চাপুন, তাঁতের শাড়ির জন্য ৫ চাপুন, কাতান শাড়ির জন্য…

ফুলবানুর বেনারসি শাড়ি প্রয়োজন। তিনি ৩ চাপলেন।

ধন্যবাদ। লাল বেনারসির জন্য ১ চাপুন, নীল বেনারসির জন্য ২ চাপুন, ম্যাজেন্ডা বেনারসির জন্য ৩ চাপুন…।

লাল বেনারসি সবার সঙ্গে মানায়। তাই দেরি না করে তিনি ১ চাপলেন।

ধন্যবাদ। গাঢ় লাল বেনারসির জন্য ১ চাপুন, হালকা লাল বেনারসির জন্য ২ চাপুন, সিঁদুর লাল বনারসির জন্য ৩ চাপুন, আপেল লাল বেনারসির জন্য ৪ চাপুন, ম্যাজেন্ডা লাল বেনারসির জন্য ৫ চাপুন, কালচে লাল বেনারসির জন্য ৬ চাপুন। মূল মেন্যুতে ফিরে যেতে ০ চাপুন।

মোবাইলে বিল উঠছে দেখে ফুলবানু বিরক্ত হলেন। যার জন্য শাড়ি কিনছেন, সেই ময়না দেখতে খানিকটা কালো। হালকা লাল তার গায়ে ভালো মানাবে। ফুলবানু ২ চাপলেন।


ধন্যবাদ। বাংলাদেশি হালকা লাল বেনারসি কিনতে চাইলে ১ চাপুন, ইন্ডিয়ান হালকা লাল বেনারসি কিনতে চাইলে ২ চাপুন, চাইনিজ হালকা লাল বেনারসি…।

ফুলবানু ২ চাপলেন।

ধন্যবাদ। কলকাতার হালকা লাল বেনারসি কিনতে চাইলে ১ চাপুন, মাদ্রাজের হালকা লাল বেনারসি কিনতে চাইলে ২ চাপুন, রাজস্থানি হালকা লাল বেনারসি কিনতে চাইলে ৩ চাপুন, কাশ্মীরি হালকা লাল বেনারসি কিনতে চাইলে…।

ফুলবানু ধীরে ধীরে বিরক্ত হচ্ছেন। তিনি ৩ চাপলেন।

ধন্যবাদ। ১ পিস শাড়ি কিনতে চাইলে ১ চাপুন। ৫ পিস শাড়ি কিনতে চাইলে ২ চাপুন। ১০০ পিস শাড়ি কিনতে চাইলে ৩ চাপুন।


ফুলবানু ১ চাপতে গিয়ে ভুল করে ৩-এ চেপে ফেললেন। ১০০ পিস শাড়ির অর্ডার হয়ে যাচ্ছে দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলেন।

টেনশনে ঘেমে উঠেছেন। ফোনটা টেবিলে রেখে সোফায় বসতেই ফোন বেজে উঠল। শাড়ির দোকান থেকে কলব্যাক করেছে। ফুলবানু ফোন রিসিভ করলেন।

শুভ সন্ধ্যা, ম্যাডাম। ফোর টুয়েন্টি শাড়িঘরে আপনাকে স্বাগত। আপনার মোবাইল থেকে ১০০ পিস রাজস্থানি হালকা লাল বেনারসি শাড়ির অর্ডার এসেছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনার অর্ডারটি আমরা গ্রহণ করেছি। ডেলিভারির জন্য আপনার ঠিকানা বলুন ম্যাডাম।

ফুলবানু ঘাবড়ে গেলেন। বললেন, কই? আমি তো অর্ডার দিইনি। 

আপনার এই ফোন থেকে অর্ডার এসেছে, ম্যাডাম। আপনি না হলে আপনার ভাই-বোন কেউ হয়তো অর্ডার করেছে।

ফুলবানু বেগম বললেন, ইয়ে, আমরা ছয় ভাই। বড় ভাইয়ের জন্য ১ চাপুন, মেজো ভাইয়ের জন্য ২ চাপুন, সেজো ভাইয়ের জন্য ৩ চাপুন, রাঙা ভাইয়ের…।


এ পর্যায়ে লাইনটা হঠাৎ কেটে গেল

এরকম আরো প্রচন্ড হাসির গল্প ও বাস্তব হাসির গল্প পেতে স্টোরি বাংলার শিক্ষনীয় হাসির গল্প ক্যাটাগরি ব্রাউজ করুন।

Check Also

শিক্ষনীয় হাসির গল্প দুলাইভাইর ইউটিউবিং | কমেডি হাসির গল্প

দুলাভাই রসিক মানুষ। সংসারি নয়। আমার মতে তিনি অ্যাকসিডেন্টাল বিয়ের শিকার। যখন যেটা মাথায় আসে, একচোট এক্সপেরিমেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *